আমি যদি সেলার অথবা ভেন্ডর হতে চাই তাহলে কি করতে হবে ?
ট্রেড লাইসেন্স এর ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি হলেই আপনি সেলার অথবা ভেন্ডর হতে পারেন ।
আমার কি কোন টাকা পয়সা জমা দিতে হবে ?
দোকানের পাশাপাশি কি আমি কি এইখানে প্রডাক্ট সেল করতে পারব ?
প্রোডাক্টের অর্ডার হলে আমাকে কি প্রোডাক্টটি কুরিয়ার করে কাস্টমারের কাছে পাঠাইতে হবে ?
না । অর্ডারকৃত পণ্য আমরা আপনার কাছ থেকে সংগ্রহ করব এবং আমরাই কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দিব ।
সর্বনিম্ন কতগুলো প্রডাক আপলোড দিতে হবে ?
আপনার যতগুলো পারবেন ততগুলো দিবেন ।
কত টাকা হলে আমি উইথড্র করতে পারব ?
সর্বনিম্ন 500 টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন ।